মনা নিজস্ব প্রতিনিধিঃ
সিএমপি কোতোয়ালি থানার বিশেষ অভিযানে ডজনখানেক মামলার কুখ্যাত দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন-এর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল নোমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৮/০১/২০২৬ খ্রি. তারিখ কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা একাধিক মামলার কুখ্যাত আসামি ০১। মোঃ বায়েজীদ (২৭), পিতা: মোঃ জামাল হোসেন, মাতা: হেলেনা আক্তার, ঠিকানা: এলিনা, বক্সির হাট, বদরশাহ্ (রাঃ)-এর মাজার সংলগ্ন মাজার প্রপার্টি লেইন, থানা-কোতোয়ালি, জেলা-চট্টগ্রাম, ০২। মোহাম্মদ আরিফ (২৪), পিতা: মৃত হাজী নুরুল ইসলাম বাবুল, মাতা: মৃত আমেনা বেগম, ঠিকানা: ৩২ নং ওয়ার্ড, আন্দরকিল্লা, বদর পুকুর পাড়, মামুন চেয়ারম্যানের বাড়ি, থানা-কোতোয়ালি, জেলা-চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি দ্বয় মহানগরীর বিভিন্ন এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, মারামারি, চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে ডজন খানেক মামলা রুজুর তথ্য পাওয়া। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।