মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৬/০৯/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ বাকলিয়া থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে অর্থজারী মামলা নং- ৪২৩/২৪, প্রসেস নং- ২২৪০/২৫ ও ২২৪১/২৫ সংক্রান্তে ০৬(ছয়) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত ০২টি সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ মনিরুল ইসলাম'কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।