মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং এর সার্বিক নির্দেশনায় জিডি নং-২১৩, তাং-১২/১০/২০২৫ ইং মূলে এসআই(নিঃ)/ফজলে রাব্বী কায়সার এর নেতৃত্বে টিম নং-০২ এর অফিসার ও ফোর্স সহ
ইং ১২/১০/২৫ তারিখ ১৬.১০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন বন গবেষণা ইনস্টিটিউট রোডস্থ ফরেস্ট রেলওয়ে গেট এর দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন এবং একই তারিখ অনুমান ১৬.৩৫ ঘটিকার সময় বর্ণিত ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্টের সামনে যাত্রীবাহী ভাড়ায়কৃত সিএনজি অটোরিক্স নং-চট্ট-মেট্রো-থ-১২-৬০০১ গাড়িটি চেকপোস্টের সামনে আসলে ডিবির আভিযানিক টিম বর্ণিত যাত্রীবাহী ভাড়ায়কৃত সিএনজি অটোরিক্সা গাড়িটি কে থামার সিগন্যাল দিলে, সিএনজি অটোরিক্সা গাড়িটি ডিবির চেকপোষ্টের সামনে থামায়। অতপরঃ উক্ত সিএনজি অটোরিক্সা গাড়িটির ড্রাইভার ও উপস্থিত অন্যান্য লোকজনের মোকাবেলায় সিএনজি অটোরিক্সা গাড়িটি ভিতর তল্লাশির চেষ্টা কালে সিএনজির পিছনের যাত্রী সিটে বসে থাকা একজন যাত্রীকে সিএনজি হতে বাহির হতে বল্লে সে সিএনজির পিছনের আসন হতে বাহির হয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ডিবির আভিযানিক টিমটি তাকে আটক করে।
আটক পরবর্তী উক্ত ব্যক্তিকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে সে তার নাম মোঃ জাকির হোসেন রাজু (৩২) বলে জানায় এবং উপরোক্ত ঠিকানা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদ কালে সে অসংলগ্ন ও এলোমেলো কথা-বার্তা বলিতে থাকে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সে তার পরিহিত প্যান্টের সামনের দিকে কোমরে গোজা অবস্থায় একটি অস্ত্র আছে বলে স্বীকার করলে সেখানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ জাকির হোসেন রাজু (৩২) এর দেহ তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের সামনের দিকে কোমরে গোজা অবস্থায় হতে ক) ০১ দেশীয় তৈরি এলজি ও ০২ রাউন্ড কার্তুজ এবং আসামীর ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী ১। মোঃ জাকির হোসেন রাজু (৩২) ’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত অস্ত্র-গুলি সংক্রান্তে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই এবং জিজ্ঞাসাবাদে সে জানায় যে, জব্দকৃত অস্ত্রটি সে ২০২৩ সালের শেষের দিকে জনৈক আসিফ (৩০) নামের একজনের কাছ থেকে ক্রয় করে অদ্যবধি পর্যন্ত নিজ দখলে রেখেছে। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় জব্দকৃত অস্ত্র-গুলি দেখিয়ে চট্টগ্রাম শহর এলাকায় সুযোগমতো সন্ত্রাসী কার্যকালাপ করার জন্য বহন করছিল। প্রাথমিক ভাবে তার সুনির্দিষ্ট কোন পেশা খুঁজে পাওয়া যায় নাই।ডিবির প্রাথমিক তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে এই অস্ত্রটি তার নিজ হেফাজতে রেখে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও,শুলকবহর সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
এই ঘটনায় পাঁচলাইশ থানায় ১৮৭৮ সনের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।