মনা নিজস্ব প্রতিনিধিঃ
মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের টিম-০৩ এর এসআই/মো: নোমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ০৬/০৯/২০২৫ খ্রিঃ চাঁন্দগাও থানা এলাকা হতে আসামি ১। মীর বোরহান (৫৫), পিতা-মৃত মীর শামসুল হুদা সাং-ধারকী মীর পাড়া,থানা ও জেলা-জয়পুর হাট।বর্তমানে বিকন হাউস,রোড নং-৫,এ ব্লক, চান্দগাঁও আবাসিক এলাকা, চান্দগাঁও,চট্টগ্রাম এর হেফাজত হতে মাদকদ্রব্য
সর্বমোট ৩০৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে চাঁন্দগাও থানার মামলা নং-০৮, তারিখ-০৬/০৯/২০২৫ খ্রি:, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) রুজু করা হয়েছে।