মনা নিজস্ব প্রতিনিধিঃ
পাঁচলাইশ মডেল থানার একটি আভিযানিক টিম পুলিশ পরিদর্শক (তদন্ত)/মো: সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই/মোঃ নুরুল আবছার, এসআই/ইমন দত্ত, এএসআই/লিটন সরকার, স্পেশাল ৩২(নৈশ) অফিসার হিরো বড়ুয়া ও তাহার সঙ্গীর ফোর্স এবং লিমা-৩২(নৈশ) অফিসার এএসআই নাসির হোসেন ও তাহার সঙ্গীয় ফোর্সসহ ০৩/০৯/২০২৫ ইং রাত অনুমান ০০.৩০ ঘটিকা হতে ভোর ৬:৩০ ঘটিকা পর্যন্ত সময়ে
পাঁচলাইশ মডেল থানাধীন হামজারবাগ এবং মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচলাইশ মডেল থানার মামলা নং- ০২(০৯)২৫ ইং এর এজাহারনামীয় আসামি এবং কিশোর গ্যাং MBS (Muhammadpur Boys Syndicate) এর সক্রিয় সদস্য ১। মোঃ ইমাম হোসেন রোহান (১৬), ২। সিয়াম হোসেন সামি (১৫), ৩। হেলাল উদ্দিন (১৯), ৪। তারেকুর রহমান শাহাদাত (১৭), ৫। আহমেদ ইরফান (১৫), ৬। মোঃ রাকিব হাসান (১৬), ৭। স্বপ্ন দাশ (১৬), ৮। রবিউল মিল্লাত ওয়াসিফ (১৭) এবং ৯। ফাহিম মোমিন (১৭) দের গ্রেফতার করে। উল্লেখ্য বর্নিত আসামিরা কিশোর গ্যাং MBS (Muhammadpur Boys Syndicate) বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে জনগণে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। আসামিদের গ্রেফতারে মোহাম্মদপুর ও হামজারবাগ এলাকায় জনগণের স্বস্তি ফিরে এসেছে। বর্ণিত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।