1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম সিএমপি'র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ১ জন চাঁদাবাজ আটক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ১ জন চাঁদাবাজ আটক সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে তিন লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধারসহ আটক-১ রাজধানীর পল্লবীতে আলুপট্টি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ডিমলায় শহীদ উসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দোয়া অনুষ্ঠিত হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল: ভোরে মিলল আরেক মরদেহ বগুড়ায় স্ত্রীকে হত্যা করে ট্যাংকে লুকিয়েছিল মরদেহ চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১জন আসামী গ্রেফতার চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১জন আসামী আটক সলঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসকদের বিজয় দিবস পালন

চট্টগ্রাম সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ১ জন চাঁদাবাজ আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মামলার বাদী আহাম্মদ ছফা (৪৫) গত ০৫ বছর যাবত পাঁচলাইশ মডেল থানাধীন হামজারবাগ, জিলানী লেইনস্থ জনৈক নুর মোহাম্মদ গংদের মালিকানাধীন হোসাইন টাওয়ার নামীয় নির্মাণাধীন বহুতল ভবনের কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন। এজাহারনামীয় আসামী ১। মোঃ দিদার (৩৬), ২। ইউনুছ (৪২), ৩। সাজ্জাদ (৪০) সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীরা বেশ কয়েক দিন যাবত উক্ত নির্মাণাধীন বহুতল ভবনে বিভিন্ন মাধ্যমে চাঁদা দাবী করিয়া আসিতেছে। তাহাদের দাবীকৃত চাঁদা না দিলে বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ করিয়া দিবে বলিয়া ভয়ভীতি প্রদান করে। এই ধারাবাহিকতায় ইং ১৪/১২/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় উক্ত ভবন তথা পাঁচলাইশ মডেল থানাধীন হামজারবাগ, জিলানী লেইনস্থ জনৈক নুর মোহাম্মদ গংদের মালিকানাধীন হোসাইন টাওয়ার নামীয় নির্মাণাধীন বহুতল ভবনের ৮ম তলায় বাদীর অনুপস্থিতিতে এজাহারনামীয় ১-৩নং আসামীগণ সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীরা একই উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করিয়া প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক ইফাজ ও রাজমিস্ত্রি নাছির, করিম দেরকে অকথ্যভাষায় গালিগালাজ করিয়া এলোপাতাড়ি কিলঘুষি চরথাপ্পড় মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। একপর্যায়ে আসামীগণ তাহাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি প্রদর্শন করিয়া ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। তখন আসামীদের আগ্নেয়াস্ত্রের ভয়ে প্রাণ বাচাতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক ইফাজ তাহার নিকট থাকা শ্রমিকদের সাপ্তাহিক খোরাকির ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা এবং তাহার ব্যবহৃত iPhone 10 X মোবাইল সেট, যাহার মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা আসামীদেরকে বাহির করিয়া দেয়। এরপরেও আসামীগণ তাদের দাবীকৃত সম্পূর্ণ টাকা না দিলে বহুতল ভবনের নির্মাণ কাজ করিতে দিবে না এবং বড় ধরনের ক্ষতিসাধন করিবে বলিয়া হুমকি প্রদান করে। বাদীর উক্তরূপ লিখিত এজাহারের প্রেক্ষিতে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-১৪, তারিখ-১৮/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৪৪৮/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অফিসার ইনচার্জ, পাঁচলাইশ মডেল থানা, সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১৮/১২/২০২৫ খ্রিঃ তারিখ ২২.১৫ ঘটিকার সময় মামলার বাদী আহাম্মদ ছফা (৪৫) এর দেখানো ও শনাক্ত মতে পাঁচলাইশ মডেল থানাধীন নাজিরপাড়া রেললাইন সংলগ্ন এলাকা হইতে আসামী মোঃ দিদার (৩৬)’কে গ্রেফতার করেন। ধৃত আসামী মামলার ঘটনার তারিখ ও সময়ে প্রদর্শনকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে ধৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক পাঁচলাইশ মডেল থানাধীন নাজিরপাড়া, সঙ্গীত হতে শমসের পাড়া গামী রাস্তার উত্তর পাশে ন্যাশনাল ব্যাংক মুরাদপুর শাখার নিকট দায়বদ্ধ নির্মাণাধীন একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের নীচ তলার ২নং রুমের ঝোপের মধ্যে থেকে ১(এক)টি কালো রংয়ের ০৩টি জিপারযুক্ত লেদার ক্রস বডি ব্যাগ প্রাপ্ত হয়ে তল্লাশী করিয়া উক্ত ব্যাগের ভিতর রক্ষিত (ক) ০১(এক)টি সিলভার রংয়ের বিদেশী পিস্তল যার গ্রিপ হতে ব্যারেলের শেষ প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ৮(আট) ইঞ্চি গ্রিপের দুই পাশে ৩.৯ ইঞ্চি দৈর্ঘ্য ও ১.৪ ইঞ্চি প্রস্থের কাঠের পাত রয়েছে। গ্রিপের ডান পাশের কাঠের পাতে গোল্ডেন রংয়ের স্টার চিহ্ন রয়েছে, (খ) ০২(দুই)টি সিলভার রংয়ের পিস্তলের ম্যাগজিন যার প্রত্যেকটির দৈর্ঘ্য ৪.২ ইঞ্চি। প্রত্যেক ম্যাগজিন এ ০৬(ছয়)টি করে মোট ১২(বার)টি কার্তুজ ভর্তি রয়েছে যার ০৯(নয়)টির প্রাইমার অংশে K.F 7.65 এবং ৩(তিন)টির প্রাইমার অংশে 32 HPM 25 লেখা রয়েছে, (গ) ০৯(নয়)টি শর্টগানের কার্তুজ যাহার প্রত্যেকটির প্রাইমার অংশে ইংরেজিতে 12 RC ITALY লেখা রয়েছে, (ঘ) ০১(এক)টি কালো রংয়ের ০৩টি জিপারযুক্ত লেদার ক্রস বডি ব্যাগ যার ০১টি জিপার নষ্ট এবং ব্যাগের সামনের অংশে ইংরেজিতে Jeep BULUO লেখা রয়েছে প্রাপ্ত হইয়া সাক্ষীদের সম্মুখে ১৮/১২/২০২৫খ্রিঃ তারিখ ২৩.০৫ ঘটিকার সময় জব্দ করেন। উক্ত আসামীর বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-১৫, তারিখ-১৯/১২/২০২৫ইং, ধারা-19A Of The Arms Act, 1878 রুজু করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট