1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম সিএমপি মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ কর্তৃক থানা থেকে লুন্ঠিত বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন আটক মনা নিজস্ব প্রতিনিধিঃ গত ১৮/১২/২৫ ইং তারিখে মহানগর গোয়েন্দা ডিবি (পশ্চিম) এর নিকট চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্য থেকে ০১ টি অস্ত্র বর্তমানে একজনের নিকট রয়েছে বলে গোপন সংবাদ আসে। সে সংবাদের প্রেক্ষিতে মহানগর ডিবি (পশ্চিম) একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মজিবুর রহমান এর নেতৃত্বে লন্ঠিত সরকারি অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে আসামী সুমন হোসেন (২৮) কে ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর থানাধীন এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে সে তার নিকট লুটকৃত একটি সরকারি অস্ত্র (পিস্তল) ও ম্যাগাজিন আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে গত ১৯/১২/২৫ ইং তারিখে আভিযানিক দল অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের লক্ষ্যে আসামীসহ তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় পৌঁছলে আসামীর দেখানো মতে তার বাড়ির মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ক) একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশী পিস্তল ও খ) একটি ৯ মিমি তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জব্দকৃত বিদেশী পিস্তল সংক্রান্তে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার মামলা নং- ৪৫, তাং- ২০/১২/২৫ ইং, অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (এ) ধারায় রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন গত ০৫ আগস্ট, ২০২৪ ইং চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল। - নব দিগন্ত ২৪
Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম সিএমপি মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ কর্তৃক থানা থেকে লুন্ঠিত বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন আটক মনা নিজস্ব প্রতিনিধিঃ গত ১৮/১২/২৫ ইং তারিখে মহানগর গোয়েন্দা ডিবি (পশ্চিম) এর নিকট চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্য থেকে ০১ টি অস্ত্র বর্তমানে একজনের নিকট রয়েছে বলে গোপন সংবাদ আসে। সে সংবাদের প্রেক্ষিতে মহানগর ডিবি (পশ্চিম) একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মজিবুর রহমান এর নেতৃত্বে লন্ঠিত সরকারি অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে আসামী সুমন হোসেন (২৮) কে ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর থানাধীন এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে সে তার নিকট লুটকৃত একটি সরকারি অস্ত্র (পিস্তল) ও ম্যাগাজিন আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে গত ১৯/১২/২৫ ইং তারিখে আভিযানিক দল অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের লক্ষ্যে আসামীসহ তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় পৌঁছলে আসামীর দেখানো মতে তার বাড়ির মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ক) একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশী পিস্তল ও খ) একটি ৯ মিমি তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জব্দকৃত বিদেশী পিস্তল সংক্রান্তে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার মামলা নং- ৪৫, তাং- ২০/১২/২৫ ইং, অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (এ) ধারায় রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন গত ০৫ আগস্ট, ২০২৪ ইং চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।