মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০.৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত সিএমপি স্কুল এন্ড কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “শিক্ষা কেবল ভালো ফলাফলের জন্য নয়, বরং সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার সর্বোত্তম মাধ্যম।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে (পিআর) জনাব শ্রীমা চাকমা সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও নবীন শিক্ষার্থীবৃন্দ।