
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ)/জুম্মান খান, এএসআই(নিঃ)/ মোঃ ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ০৯:৪৫ ঘটিকায় চুয়াডাঙ্গা দামুড়হুদা থানাধীন কোমরপুর পূর্বপাড়া গ্রামস্থ আঃ সালাম, পিতা- ইমদাদুল এর বাঁশ বাগানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ ইউসুফ সাধু (৬৫), পিতা- মৃত আঃ রহমান, মাতা- মৃত জোহরা বেগম, সাং- কোমরপুর মাঠপাড়া, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ০১(এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।