মনা যশোর জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম আজ ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ রাত ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উপস্থিতিতে কেন্দ্রীয় রোলকল গ্রহণ করেন।
রোলকলে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশে কর্মরত সকলকে পূর্ণাঙ্গ ড্রেসরুল ও ড্রেসকোড যথাযথভাবে অনুসরণ করে ইউনিফর্ম পরিধানের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ফোর্সের খাবারের মান, ছুটি, ব্যারাকে অবস্থান, খেলাধুলা, বই পাঠ, বিনোদনসহ সার্বিক কল্যাণমূলক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি জনসাধারণের সাথে সদাচরণ নিশ্চিত করতে হবে। যারা দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেবে, তাদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে। একইসাথে অপেশাদার আচরণ পরিহার করে মাননীয় আইজিপি মহোদয় ও রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উক্ত কেন্দ্রীয় রোলকলে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সবৃন্দ।