মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর ট্রাফিক অফিস আজ ১০ আগস্ট ২০২৫ খ্রিঃ বিকাল ৬টায় বার্ষিক পরিদর্শন করেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সদর ট্রাফিক অফিসের দৈনন্দিন কার্যক্রম ও রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি চুয়াডাঙ্গা শহরকে যানজটমুক্ত রাখা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে অধিক সহিষ্ণুতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশপ্রেম নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি ফাঁড়ির মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুসারে ফোর্সের ছুটি প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গা; মোঃ সফিকুর রহমান খান, ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গাসহ সদর ট্রাফিক পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।