মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
লেখক >>>
মো: বেলায়েত হোসেন
মনে বড় আশা ছিল
বাধবো সুখের নীড়
আশা শুধু আশাই রইল
পাইলাম না নদীর কুল।
বাড়ি ছেড়েছি দেশ ছেড়েছি
ভেবেছিলাম মনে
ভালোবাসার প্রদীপ জ্বেলে
থাকবো দুইজন মিলে।
আশায় আমার গুড়ে বালি
যার লাগিয়া আপন করলাম পর। পাগলের মতো ভালোবাসতাম
আমি জীবন ভর।
এত নিষ্ঠুর সোনা বন্ধু
মায়া দয়া নাই তার মনে
নিষ্ঠুরের মতো আচরণ করিল
পবিত্র প্রেমের সাথে।
যতই দূরে থাকো তুমি
দোয়া করি আমি সুখে থাকো ভালো থাকো তাতেই আমি খুশি।
নীড় হারা পাখির মত আছি আমি বেঁচে সারা জীবন থাকবে তুমি আমার এই হৃদয়ের মাঝে।
প্রেম ভালবাসা মরে না
অমর হইয়া রয়।
তোমার স্মৃতি বুকে নিয়ে
থাকবো সবসময়।