
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
২৪শে অক্টোবর ২০২৫ – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাবেক সভাপতি মোঃ খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটনসহ স্থানীয় বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।