মোঃ মুবিনুল ইসলাম, গুইমারা, খাগড়াছড়ি:-
৩১ দফা দাবি আদায়ে এবং বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে গণসংযোগ করেছে হাফছড়ি ইউনিয়ন বিএনপি। এসময় প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু বলেন- খাগড়াছড়িতে যে সম্প্রীতির বন্ধন রয়েছে তা বিনষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। এখানে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখতে ওয়াদুদ ভূইয়ার বিকল্প কেউ নাই।
১৫ অক্টোবর বিকাল ৪:০০ টায় খাগড়াছড়ি জেলা বিএনপির দিকনির্দেশনায় গণসংযোগ হয়।
গনসংযোগে সভাপতিত্ব করেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি এসএম মিলন, আবু বক্কর সওদাগর, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফারুক হোসেন সুমন, যুগ্ম-সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল রিফাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আল মামুন ছাড়া ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
প্রধান অতিথি এসময় আরো বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার দিকনির্দেশনায় আগামি নির্বাচনে সবাই যেন নির্ভয়ে বিএনপি প্রতীক ধানের শীষে ভোট দিতে পারে সবাইকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে এবং খাগড়াছড়ির গুইমারায় পূর্বের ন্যায় সবাই যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে সে ব্যাপারে ও সচেষ্ট থাকতে হবে। এছাড়াও তিনি আরো বলেন- ওয়াদুদ ভুইয়ার বিগত দিনে উন্নয়ন এখনো দৃশ্যমান রয়েছে পার্বত্য এলাকায়।