মনা নিজস্ব প্রতিনিধিঃ
জীবননগর থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ২২:২০ ঘটিকায় জীবননগর থানাধীন কয়া ঈদগাহ ময়দান এর গেইট এর সামনে মেইন রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আঃ রহমান (৩০), পিতা-আব্দুল দাউদ, মাতা-হাজেরা খাতুন, সাং-বেনীপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ এনামুল হক (৩৪), পিতা-মোঃ নুরুজ্জামান, সাং-শ্রী নাথপুর, থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহদ্বয়ের হেফাজত হতে ৬৬৮ (ছয়শত আটষট্টি) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, মূল্য অনুমান ১৩,৩৬,০০০/- টাকা/- টাকা ও ০১(এক)টি ট্রলি গাড়ী, মূল্য অনুমান ১,০০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।