মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৪.০৮.২০২৫ খ্রি: তারিখে বাংলাদেশ পুলিশ এর এপিবিএন মাঠ, উত্তরা, ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে “ল্যাক্রোস প্রদর্শনী খেলা – ২০২৫” আয়োজন করা হয়।
“ল্যাক্রোস প্রদর্শনী খেলা – ২০২৫” উদ্বোধন করেন জুলাই যোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পিতা জনাব মীর মোস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাক উত্তর সিটি করপোরেশন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী হোসেন ফকির,অতিরিক্ত আইজিপি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন,বাংলাদেশ পুলিশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশন এর সভাপতি ও জিএমপি কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর, বিভিন্ন মিডিয়া এবং ব্যাবসায়ী নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।