মনা যশোর প্রতিনিধিঃ
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। আহত ও নিহত শহীদদের পরিবারবর্গ দের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অভ্যুত্থানে অংশগ্রহণকারী, জুলাই বিপ্লবে নিহত ও আহতদের পরিবারের সদস্যদবর্গ,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীগণ তাদের স্মৃতিচারণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব রওনক জাহান,পুলিশ সুপার,যশোর বলেন , ‘যাদের আত্মত্যাগে এ বিজয় এসেছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি’। তিনি আরও বলেন ,’২০২৪ সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা’। তিনি জুলাই যোদ্ধাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম মহোদয়।