মনা যশোর প্রতিনিধিঃ
আজ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে যশোর সদর থানাধীন গরীবশাহ মাজার মোড়ে নবনির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ, যশোরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব রওনক জাহান, পুলিশ সুপার, যশোর।
পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার, যশোর জনাব রওনক জাহান মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জুলাই অভ্যুত্থানের বছরপূ্র্তি উপলক্ষে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয় মিছিলটি জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে দড়াটানা মোড়-ঈদগাহ মোড় হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
উক্ত বিজয় মিছিলে জেলা পুলিশ, জেলা প্রশাসন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ,
সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।