মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ০৫ আগস্ট ২০২৫ খ্রি. যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে চট্টগ্রামে পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫"।
জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ পরিবার ও “জুলাই যোদ্ধা”দের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা পর্বে পুলিশ কমিশনার মহোদয় বলেন, “জুলাই অভ্যুত্থান কোনো সরকার বা রিজিমের বিরুদ্ধে নয়, এটি ছিল দীর্ঘ দিনের পুঞ্জিভূত অবিচার, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে একটি গণআন্দোলনের বহিঃপ্রকাশ। কোটা ছিল এই আন্দোলনের একটি প্রতীক মাত্র। এর মূল সুর ছিল বিশ্বাস ভঙ্গের কষ্ট, শ্রেণী বৈষম্য ও দমন-নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের রোষানল।” তিনি তরুণ প্রজন্মকে “জুলাই অভ্যুত্থান”-এর চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।
এর আগে সকালে পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাকলিয়া থানাধীন রসুলবাগ এলাকায় “জুলাই যোদ্ধা” মোহাম্মদ শহিদুল ইসলাম-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আসফিকুজ্জামান আকতার, বিপিএম-এর নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল গরীবুল্লাহ শাহ (রহ.) মাজার এলাকায় “জুলাই যোদ্ধা” মোহাম্মদ আলম-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও পুলিশের বিভিন্ন মসজিদে “জুলাই গণঅভ্যুত্থানে” নিহত সকল শহীদ ও সংগ্রামীদের আত্মার মাগফিরাত, শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।