1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে যশোর বেনাপোল পৌর বিএনপি'র সাড়াজাগানো বিজয় মিছিল অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই আগস্ট আন্দোলনে মিরপুরের আওয়ামী লীগের অর্থদাতা ভূমিদস্যু ছাত্র হত্যা মামলার আসামি ডিপজলের গ্রেফতারের দাবিতে ছাত্র জনতার মানববন্ধন রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি প্রভাবশালীর ছেলের বিরুদ্ধে অভিযোগ, পরিবার নিরাপত্তাহীনতায় ভু’য়া র‍্যা’বকে ধা’ও’য়া দিল আসল র‍্যা’ব। (পথে দুই পক্ষকেই পে’টা’ল জনতা। আসল ন’ক’ল চেনা অনেক কঠিন হয়ে গেছে সত্যিই ) ভু’য়া র‍্যা’বকে ধা’ও’য়া দিল আসল র‍্যা’ব। (পথে দুই পক্ষকেই পে’টা’ল জনতা। আসল ন’ক’ল চেনা অনেক কঠিন হয়ে গেছে সত্যিই ) বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমরা চেষ্টা করেছি তাকে ভালো শিক্ষা দিতে, সে ছিল পরিবারের গর্ব। সরকার কোথাও কোথাও শহীদ পরিবারকে সহায়তা দিচ্ছে শুনি, কিন্তু আমরা শুধু আশ্বাসই পাচ্ছি। আমাদের প্রতি রাষ্ট্রের যে সহানুভূতি থাকার কথা, তা এখনো পাইনি। খুলনায় “পূর্ব বাংলার আঞ্চলিক নেতা শাহাদাত কে কুপিয়ে ও গুলি করে হত্যা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর বিশেষ অভিযানে পালবাড়ী রয়েল মোড়ে ইনস্টিটিউট অব নার্সিং সাইন্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে যশোর বেনাপোল পৌর বিএনপি’র সাড়াজাগানো বিজয় মিছিল অনুষ্ঠিত খুলনা রেঞ্জ পুলিশের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে যশোর বেনাপোল পৌর বিএনপি’র সাড়াজাগানো বিজয় মিছিল অনুষ্ঠিত

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার বৈপ্লবিক আন্দোলণে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে তার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে যা পরবর্তীতে ৩৬ জুলাই নামে পরিচিতি পায়। ভয়ংকর এবং বিভৎস ঐ আন্দোলণে সহস্রাধিক ছাত্র-জনতা নিহত হয় এবং হাজার হাজার ছাত্র-জনতা আহত এবং পঙ্গু হয়ে মৃত্যু’র ঝুকি নিয়ে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল,ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। ৫ আগষ্ট/২০২৪ আওয়ামী সরকারের পতনের পর দেশের ক্ষমতার আসনে বসেন ড.ইউনুসের অন্তর্বর্তী সরকার। আনন্দের এই দিবসটিকে যথাযথ পালণে জাতীয় দিবস এবং সরকারী ছুটির দিন হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ২০২৫ সাল ইং থেকে প্রতিবছরের ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হবে। 

সমগ্র দেশের ন্যায় যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র বেনাপোল পৌর শাখার উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি এবং বিশাল বিজয় র‍্যালি ও গণ মিছিল বের করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার(৫ আগষ্ট) বিকাল ৩ টায় বেনাপোল পৌর এলাকার ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে বিএনপি’র শত শত নেতাকর্মী সহ সাধারণ মানুষ টিপ টিপ বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকে। এ সময় বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন ফলফিল্ড প্রাঙ্গণ সহ মহাসড়ক জুড়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে। প্রায় ১ কিলোমিটার ব্যাপি দীর্ঘ র‍্যালির কারণে বেনাপোলে যানজট সৃষ্টি হয়, যান চলাচল স্বাভাবিক রাখতে ওসি মো. রাসেল মিয়ার নেতৃত্বে  বেনাপোল পোর্টথানা পুলিশ হিমশিম খায়। বিজয় মিছিলে একে অপরের প্রতি রং মাখামাখি করে আনন্দ ভাগাভাগি করে নেয় উৎসুক নেতা-কর্মীরা। “বীরের বেশে আসবে ফিরে,তারেক রহমান বাংলাদেশে”। এমন হরেক রকমের মুহুর্মূহু শ্লোগান ওঠে বিজয় মিছিলে,এ যেন অন্য রকম আনন্দ ফিরে এসেছে নেতা-কর্মীদের মাঝে। র‍্যালি টি বলফিল্ড হতে শুরু করে বেনাপোল বন্দর এলাকা প্রদক্ষিন শেষে পুণরায় মিছিলটি বলফিল্ডে ফিরে আসে।

বৃহৎ ঐ বিজয় মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দিন,সহ:সভাপতি   এ কে এম আতিকুজ্জামান সনি এবং সাধারণ সম্পাদক-মো.আবু তাহের ভারত।

এ ছাড়াও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-.মাসুদুর রহমান মিলন(সহ: সভাপতি,বেনাপোল পৌর বিএনপি),শাহাবুদ্দিন(সহঃসভাপতি),ইদ্রিস মালেক(সহঃসভাপতি,পৌর বিএনপি),মো.মেহেরুল্লাহ(যুগ্ম-সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি).মো. আব্দুল আহাদ(সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর বিএনপি-১),মো.আক্তারুজ্জামান আক্তার(সাংগঠনিক সম্পাদক-২),মফিজুর রহমান বাবু(আহবায়ক,বেনাপোল পৌর যুবদল),রায়হানুজ্জামান দিপু(সদস্য সচিব,বেনাপোল পৌর যুবদল),মাসুদুর রহমান কাক্কু(পরিবেশ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি),মো.হাসান ইমাম(ভারপ্রাপ্ত সভাপতি,বেনাপোল পৌর কৃষকদল),বাবু ভাই(ভবারবেড় গ্রামের বিএনপি নেতা),বিএনপি নেতা আমিরুল ইসলাম বাবু,রেজাউল করিম রেজা(মাছ ব্যবসায়ী),খোকন(মাছ ব্যবসায়ী),মো.শহিদুল ইসলাম শহীদ(আহবায়ক,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদল),মো. ওমর ফারুক(সদস্য সচিব,বেনাপোল পৌরস্বেচ্ছা সেবকদল),
মো.জাহাঙ্গীর হোসেন(যুগ্ম-আহবায়ক)
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদল), মো.আরিফুল ইসলাম আরিফ(আহবায়ক,বেনাপোল পৌরছাত্রদল),ইশতিয়াক হোসেন শাওন(সদস্য সচিব,বেনাপোল পৌর ছাত্রদল), মো.আলিফ হোসেন(আহবায়ক,ছাত্রদল বেনাপোল ডিগ্রি কলেজ), মো.রাসেল রানা(সদস্য সচিব, বেনাপোল ডিগ্রি কলেজ)।

এছাড়াও বেনাপোল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের এবং শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ বিজয় মিছিলে

অংশ নেন। 
উল্লেখ্য, ২০১৮  ইং সনে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একটি গণআন্দোলন অনুষ্ঠিত হয়, যার নেতৃত্বে ছিল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে চলমান কোটা ব্যবস্থা সংস্কার করা। আন্দোলনের ধারাবাহিকতা এবং শিক্ষার্থীদের চাপের মুখে আওয়ামী সরকার ৪৬ বছরের পুরনো কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয়। তবে, ২০২১ সালে, অহিদুল ইসলাম সহ মুক্তিযোদ্ধাদের সাত সন্তান এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ৫ জুন ২০২৪ ইং তারিখ হাইকোর্ট বেঞ্চ কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। রায় ঘোষণার পরপরই, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় ১ জুলাই/২০২৪ ইং তারিখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সংগঠন। সংগঠনটি

কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়, যার পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকা সহ সমগ্র দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়। শত সহস্রাধিক মানুষ নিহত এবং হাজার হাজার ছাত্র-জনতা আহত এবং পঙ্গু হয়ে মৃত্যু’র ঝুকি নিয়ে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল,ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট