মনা নিজস্ব প্রতিনিধিঃ
১৪ জুলাই ২০২৫ খ্রি. (সোমবার) বিকাল ০৩ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল মহোদয়; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মহোদয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহোদয়; শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার মহোদয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান; সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় ড. মো: মোখলেস উর রহমান মহোদয়; সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব মোঃ নজরুল ইসলাম মহোদয়; বিভাগীয়
কমিশনার, ঢাকা জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ৩৬ জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার ২১ জন শহীদ হন। এই ২১ জনের নাম সরকারি গেজেটে অন্তর্ভূক্ত হয়েছে। এইসব শহীদ পরিবারের সদস্যরা ছিলেন আজকের অনুষ্ঠানের মধ্যমনি। অন্তবর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দ সার্কিট হাউজে উপস্থিত হলে পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল মাননীয় উপদেষ্টাদের গার্ড অফ অনার প্রদান করেন। শহীদ স্মৃতিস্তম্ভে মাননীয় উপাদেষ্টাবৃন্দ শহীদদের শ্রদ্ধান্জলি জ্ঞাপন করেন। পরে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়সহ অন্যান্য কর্মকর্তাগণ শ্রদ্ধান্জলি জ্ঞাপন করেন। অতঃপর শহীদ পরিবারের সদস্যদের অনুভূতি শোনা হয় এবং মাননীয় উপাদেষ্টাবৃন্দ বক্তব্য উপস্থাপন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ।