1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জেলার কয়রা উপজেলায় ৫৪ টি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা বলায়। - নব দিগন্ত ২৪
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোক্তা অধিকার লঙ্ঘনে করায় সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১ জন ব্যবসায়ীকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটক-১ সলঙ্গায় শিশু শিক্ষার বাতিঘর মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল  খুলনা খালিশপুর আবাসিক এলাকায় পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি আটক ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার শ্যামলাসী ভাড়ালিয়াপাড়া এলাকা হতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ উত্তর রামনাথপুরে অষ্টপ্রহর অনুষ্ঠানে বদরগঞ্জ বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি। ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ডিমলায় এলজিইডির আওতাধীন প্রভাতি প্রকল্পের বাস্তবায়নে চলছে হাটের সেট নির্মাণ কাজ। দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সচেতনতামূলক র‍্যালিঃ খুলনা খালিশপুর থানাধীন নুরনগর এলাকায় ডিবি পুলিশের অভিযানে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধারসহ আটক-১

জেলার কয়রা উপজেলায় ৫৪ টি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা বলায়।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

খুলনা
জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ খুলনার কয়রায় এবারও শারদীয় দুর্গাপূজা ব্যাপক উৎসাহ, আনন্দ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা প্রতি বছরই কয়রার মানুষের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হওয়ার মাধ্যমে দুর্গাপূজার মঙ্গল শুরু হয় এবং এরপর ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমী থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে পূজার মহোৎসব শুরু হবে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহা সপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী, ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসব সমাপ্তি ঘটবে।

কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানা গেছে, এবছর কয়রায় সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মোট ৫৪টি পূজা মণ্ডপে এই শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মন্দিরে সরকারিভাবে ৫০০ কেজি চাল অনুদান দেওয়া হয়েছে, যা প্রয়োজনে দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় মণ্ডপগুলো সজ্জিত করা হয়েছে, যাতে ধর্মীয় পরিবেশের সঙ্গে সাংস্কৃতিক আবহাওয়াও ফুটে উঠে। এছাড়া পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ, আরতি, মহাপ্রসাদ বিতরণ, ভজন কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পূজার মর্যাদা বহুগুণ বাড়ানো হয়েছে।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কয়রার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। পুরুষ, মহিলা ও শিশুরা সবাই এই উৎসবকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল আচরণ প্রদর্শন করছে। স্থানীয় পাড়া-মহল্লার মানুষজন একত্র হয়ে পূজা মণ্ডপে উপস্থিত থেকে দেবী দুর্গার আরাধনা করছেন, যা ধর্মীয় ভক্তি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে দুর্গাপূজার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে এবং জেনারেটরসহ অন্যান্য জরুরি ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থায় নিয়মিত ডিউটি পালন করছে।

কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী বলেন- আমরা এবারের দুর্গা পূজাকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের জন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট