মনা যশোর প্রতিনিধিঃ ডিবি যশোরের এসআই(নিঃ)/ বাবলা দাস, এসআই(নিঃ)/ শিবু মন্ডল, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম গোপন সংবাদের ভিত্তিতে
চৌগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ৩০ জুন রাত ২০.২০ ঘটিকায় ০৮নং হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্ৰামের নূর মোহাম্মদ (৩২) নামের এক ব্যক্তিকে তার বাড়ির উঠান হতে ০১(এক) ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্ৰেফতার করেছে।
সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার নামে অত্র থানায় ইতোপূর্বে দুটি মামলা রয়েছে। সে চৌগাছা থানাধীন যাত্রাপুর গ্ৰামের মৃত হবি খানের ছেলে।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ বাবলা দাস বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করেন এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।