মনা যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞা এর নেতৃত্বে ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/মোঃ মোফাজ্জেল হোসেন ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ০৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বেলা ১৫.৩০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী রয়েল মোড়ে যশোর ইনস্টিটিউট অব নার্সিং সাইন্স এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ সামাউল হোসেন (৫৫) কে ৩০(ত্রিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করেন। ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।
উদ্ধারঃ
১। ৩০(ত্রিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, যাহার অবৈধ মূল্য অনুমান ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা।
আসামীর নাম ও ঠিকানাঃ
১। নামঃ- মোঃ সামাউল হোসেন (৫৫)
পিতাঃ- মৃত কাউছার মোল্লা
মাতাঃ ছারু খাতুন
সাংঃ- মান্দারবাড়ী (মাঠপাড়া)
ইউনিয়নঃ- মান্দারবাড়ী
ওয়ার্ড নং-৭
থানাঃ- মহেশপুর
জেলাঃ- ঝিনাইদহ।