মনা যশোর প্রতিনিধিঃ
বাদী মোঃ ফারুক হোসেন(৩০), পিতা-জয়নাল আবেদীন, সাং-মাগুরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা এজাহার দায়ের করেন, তিনি যশোর জেলার কেশবপুর থানাধীন ওয়াল্টন প্লাজার সেলস অফিসার হিসেবে কর্মরত আছেন। গত ২৫/০৮/২০২৫খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকায় বাদী ও তার সহকর্মী কেশবপুর থানাধীন ০২নং সাগরদাড়ী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের বাশবাড়িয়া গ্রাম সংলগ্ন বাশবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদের দক্ষিন পাশে পাকা রাস্তার উপর বাদীর একটি মোটর সাইকেল যাহার রেজিঃ নং-যশোর হ-১৯-৪০২৪, মূল্য অনুমান ১,২৫,০০০/-টাকা তালাবদ্ধ করে রেখে মসজিদে নামাজ পড়তে যান। মসজিদ হতে বের হয়ে বাদীর মোটরসাইকেলটি অজ্ঞাতনামা চোর/চোরেরা মোটসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
বাদীর এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটন সহ চোরাই মোটরসাইকেলটি উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন। অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ)/ মোঃ শামসুজ্জামান, এএসআই(নিঃ)/ শেখ কামরুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ইং-২৮/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ২২.৪৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন মুড়লী মোড় হতে আসামী আব্দুল্লাহ বিন জিহাদ(২২) কে গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে বাদীর উল্লেখিত মোটরসাইকেলটি তার হেফাজতে আছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক কোতয়ালী থানাধীন রামনগর ইউনিয়নের মুড়লী মোড়স্থ মেসার্স আল হেলাল মোটর’স এর সামনে পাকা রাস্তার উপর হতে বাদীর উল্লেখিত একটি DISCOVER 110CC কালো রংয়ের মোটরসাইকেল উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীকে ইং ২৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। নামঃ- আব্দুলাহ বিন জিহাদ(২২)
পিতা-মোজাফ্ফর
মাতা-শেফালি
সাং-বস্তপুর
থানা-কলারোয়া
জেলা-সাতক্ষীরা।
এপি/সাং-ঘোপ দূর্গাপুর
বন্দবিলা
থানা-বাঘারপাড়া
জেলা-যশোর।
উদ্ধারঃ
১। একটি DISCOVER 110CC কালো রংয়ের মোটরসাইকেল।