মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং- ৩০/১১/২০২৫ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর যোগদান উপলক্ষে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়।
কল্যান সভা সঞ্চালনা করেন জনাব আবুল বাশার , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) যশোর।
কল্যাণ সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর নবাগত সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে যশোর জেলা পুলিশে যোগদানের জন্য শুভেচ্ছা জানান।
বিশেষ কল্যানে উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের সার্বিক সুবিধা- অসুবিধা উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তাদের প্রস্তাবিত আবেদন গুলো শোনেন।
বিশেষ কল্যানে উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দের আবেদনের পর নবাগত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেন,
পুলিশ চাইলেই সবার বন্ধু হয়ে যেতে পারে না—পুলিশ হবে সৎ, ভালো ও সাধারণ মানুষের বন্ধু, আর সমাজের খারাপ মানুষের দৃঢ় শত্রু।
থানায় যারা সেবা নিতে আসেন, হয়তো সব সময় তাদের চাহিদামতো সেবা দেওয়া সম্ভব হয় না, কিন্তু সদাচরণ ও সম্মানজনক ব্যবহার প্রদানের কোনো বিকল্প নেই। প্রতিটি সেবা প্রত্যাশী নাগরিকের সাথে মানবিক আচরণই পুলিশের প্রকৃত শক্তি।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পুলিশ সদস্য শুধু সহকর্মী নন—তিনি একটি পরিবারের অংশ। তাই সহকর্মী এবং তাদের পরিবারের খোঁজখবর রাখা, তাদের মানসিক, সামাজিক ও আর্থিক পরিস্থিতিতে পাশে দাঁড়ানো—এগুলোও পুলিশের মৌলিক মানবিক দায়িত্বের অংশ।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে—পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ। দেশের মানুষ সেই নির্বাচনকে আস্থা ও বিশ্বাসের সাথে গ্রহণ করবে—এটাই তাঁর প্রত্যাশা।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি,যশোর, সকল সার্কেল কর্মকর্তাগণ, ডাক্তার পুলিশ হাসপাতাল, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।