মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ৩০ জুলাই ২০২৫ (বুধবার): গত ২৮ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ৯ টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী এবং চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম মৃধা (৩০)-কে গ্রেফতার করা হয়। অভিযানকালে ২টি ওয়ান শুটার গান, ২টি পিস্তলের বডি, ২টি পিস্তলের ব্যারেল, ১টি ওয়েল্ডিং মেশিন, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অপরাধমূলক তৎপরতার তথ্য জানাতে অনুগ্রহ করে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট যোগাযোগ করুন।