মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী টেকেরহাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করে। শুক্রবার (২০ জুন) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও দলীয় নেতা জাহান্দার আলী জাহান। তিনি তার বক্তব্যে বলেন,
"আমরা আওয়ামী লীগকে শত্রু মনে করি না, তবে যারা অন্যায় করছে—তাদের বিচার হতেই হবে। বাহাউদ্দীন নাসিম আমার বন্ধু, আমরা কারো বিরুদ্ধে নয়, সত্যের পক্ষে।"
তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে জনগণের মতামত ও অংশগ্রহণের কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাফর আলী মিয়া ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
সারা অনুষ্ঠান জুড়েই ছিলো বিএনপি কর্মীদের উচ্ছ্বাস, দৃঢ় প্রত্যয় ও ঐক্যবদ্ধ কণ্ঠে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক। বক্তারা দলীয় ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার ছাপ স্পষ্ট ছিল। এলাকার তরুণরা মনে করেন, “এই ধরণের অনুষ্ঠান রাজনৈতিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।