
মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের বন্দরনগরী টেকেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজৈর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে টেকেরহাট শহর জনসমুদ্রে পরিণত হয়।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। এ সময় তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এ দিনের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, মাদারীপুর জেলা মহিলা দলের সভানেত্রী লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, এবং রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণমিছিলটি টেকেরহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।
নেতাকর্মীদের উপস্থিতিতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।