মনা নিজস্ব প্রতিনিধিঃ
🚦 ট্রাফিক সচেতনতা কর্মশালা 🚦
ভবিষ্যৎ প্রজন্মকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাইকা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে প্রকল্প পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায়, ডিসি ট্রাফিক মিরপুর স্যারের দিকনির্দেশনায় আজ ট্রাফিক মিরপুর বিভাগের উদ্যোগে মডেল একাডেমিতে এক আনন্দঘন কর্মশালার আয়োজন করা হয়।
👩🏫 শিক্ষক ও 👦👧 শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে উৎসাহিত হন।
✅ আগামী প্রজন্ম হবে নিয়ম সচেতন – এটাই আমাদের লক্ষ্য।
#TrafficAwareness #DMP #JICA #TrafficMirpur