স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (১৩ আগস্ট ২০২৫) ভোর ৫টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির টহলদল সীমান্ত পিলার ৩৪২ থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে ফকিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। তারা হলেন—
১) মোছাঃ জোসনা আক্তার (৩১), পিতা: মোঃ জাবেদ আলী, গ্রাম: বিষ্ণুপুর, আটপাড়া, নেত্রকোনা।
২) মোছাঃ সাবানা শেখ (৩৫), স্বামী: মোঃ আকমল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৩) মোঃ হাসনেন শেখ (১২), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৪) মোঃ হোসেন শেখ (১৩), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৫) মোছাঃ কারিনা বেগম (৪০), স্বামী: মৃত বাবুল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৬) মোছাঃ মনোয়ারা বেগম (৬০), স্বামী: আবদুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর।
৭) মোঃ সালমান শেখ (২৮), পিতা: মোঃ আব্দুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর।
৮) মোছাঃ আছিয়া বেগম (২৫), পিতা: মৃত তোতা শেখ, গ্রাম: ফুলকান্দি মধুপাড়া, ইসলামপুর, জামালপুর। বিজিবি জানায়, আটককৃতরা ভারত থেকে বাংলাদেশে পুশইন হয়েছিলেন। বর্তমানে তারা ফকিরগঞ্জ বিওপি ক্যাম্পে অবস্থান করছেন এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।