স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় একজন ভারতীয় বৃদ্ধকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার একটি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সমির উদ্দীন (৭০)। তিনি ভারতের নাগরিক ও পেশায় কৃষক বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সমির উদ্দীন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বিজিবি।