দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন হরিপুর উপজেলার দেহট্ট গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।
স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনোয়ার হোসেন মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য বাবা-মা এবং স্ত্রীকে গালাগালি ও মারপিট করতো। টাকা না দিলে বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। আনোয়ার হোসেনের আচরণে পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই আনোয়ার হোসেনের মা নিজেই ছেলের বিরুদ্ধে বাদী হয়ে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় পৃথক লিখিত অভিযোগ করেন।
মঙ্গলবার (১২ আগস্ট) তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ১৩ আগস্ট বিকাল ৪টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ আনোয়ার হোসেনকে আদালতে প্রেরণ করেন।