ঠাকুরগাঁও প্রতিনিধি
স্টাফ রিপোর্টার,,
ঠাকুরগাঁওয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গ্রিন বাংলাদেশ ঘোষনা দিয়েছে সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা বিএনপি বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন।আজ মঙ্গলবার বিকাল ৪ টায় সদর মুন্সির হাট হাজী দানেশ দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসা লিল্লাহ্ বোর্ডিং ও এতিমখানা বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারেক আদনান ১২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ বাচ্চু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় মাদ্রাসার বিভিন্ন ফাঁকা স্থানে নানা ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচী পালন করা হয়। বিএনপি পক্ষ থেকে এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।