স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী এলাকার বাসিন্দা আপন দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। উভয়ের পিতার নাম দবিরুল ও শফিরুল।
জানা যায়, আজ ৪জুলাই ২০২৫ইং শুক্রবার সকালে বাড়ীর পাশে পুকুরপাড়ে খেলছিলেন দুজনে। হটাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেন সোহান আলী। সাঁতার না জানাই এতে দুজনেই পানিতে ডুবে যায়। পরে দুজনের লা/শ উদ্ধার করে এলাকাবাসী। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমেছে।