ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বিএনপির সম্মেলনে মহাসচিবের ছোট ভাইয়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
রবিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চাড়োল ইউনিয়নে লাহিড়ী বাজারে কাউন্সিলদের একাংশ এবং চাড়োল ইউনিয়ন বিএনপির নেতারা এ আয়োজন করেন।
মিছিলটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীর বাড়ী থেকে বের হয়ে লাহিড়ী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, সহ সভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল মিঞা, লাহিড়ীর আঞ্চলিক শাখার ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রমুখ এতে বক্তব্য দেন।
বক্তারা গতকালে বিএনপির মহাসচিবে ভাইয়ের উপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ঘটনার সাথে জড়িতদের বহিস্কার এবং ভোট পুনরায় গননা করে ফলাফল প্রকাশের দাবি জানান।
এর আগে গতকাল শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে সমির উদ্দীন কলেজ মাঠে হামলার শিকার হোন বিএনপির মহাসচিবের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের উপর হামলা ও তার বহন করা গাড়ী ভাংচুর হয়।