ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) সকালে দিনাজপুর জেলা কারাগার থেকে পুলিশ প্রহরায় তাকে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। মামলার শুনানিতে উপস্থিত ছিলেন বিচারক রাজীব কুমার রায়।
জানা গেছে, বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় দায়ের করা মামলায় পুনঃগ্রেফতার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। একইসাথে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞ আদালত মামলার গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় আসামির জামিন প্রার্থনা গ্রহণযোগ্য নয়। তাই তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে যথাযথ প্রক্রিয়ায় তদন্ত কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।
আঞ্জুমান আরা বেগম বন্যার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবীরা।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার আশঙ্কায় বিভিন্ন মামলায় আওয়ামী লীগ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বন্যার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি রুজু করা হয়েছে।