স্টাব রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও বাজারের কারিগরি কলেজের পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম কালু মিয়া (৬৫)। তিনি হবিবর রহমানের পুত্র এবং মিরমনচাতর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটে গ্রামের পূর্বে ব্রিজের পাশে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই কালু মিয়া মারা যান। আহতদের উদ্ধার করে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করেছে বলে জানা গেছে।