স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের গোগর বাজারের পাশে বাড়ী শাহরিয়ার রাকিব। তার প্রাথমিক অবস্থায় বৃহদান্ত্রে বাধা (নাড়িতে পেচ ) পেয়ে বেশ কিছুদিন ধরে টয়লেট বন্ধ হয়ে যায়। তারপর প্রাথমিকভাবে দিনাজপুরে নিয়ে যাওয়া হয়। ডক্টর পরামর্শ অনুযায়ী রিপোর্ট করা হয় সবকিছু নরমাল দেখানো হয়।পরবর্তীতে অবস্থা গুরুতর হলে তাকে রংপুরে নিয়ে যাওয়া হয় সেখানেও এক দালালের খপ্পরে পরে আবারও রিপোর্ট করে সবকিছু নরমাল দেখানো হয়। পরবর্তীতে ডা. আক্কাস স্যারের কাছে নিয়ে যাওয়া হলে।
আল্ট্রাসাউন্ড করা হলো।স্যার বললেন—" ওটি করে তাহলে পঁচা অংশ কেটে Anastomosis (পুনঃসংযোগ) করা লাগবে।তাদের ফ্যামিলির সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়।প্রায় ২০-২২ দিন যাবৎ টয়লেট হচ্ছিলো না।পেট অনেক বেশি পরিমাণে ফুলে যায়।পরবর্তীতে ৯/০৮/২৫ শনিবার ওটি করা হয়। পেট কেটে দেখা গেল—অবস্থা খুবই খারাপ। নাড়ি, ময়লা, পুঁজ সব একাকার। পঁচা অংশ কেটে, ভালো অংশ থেকে কেটে, পেটের বাইরে Colostomy (পায়খানা বের করার পাইপ) করে দেওয়া হলো।
"আজকের রিপোর্ট Stage 3 Colorectal Cancer"
তার পরিবারে অবস্থা একদমই ভালো না। বাবা দিনমজুর, এতদিনে পরিবারের জমানো সঞ্চয় যা ছিলো সর্বস্ব দিয়ে এতদূর চিকিৎসা করিয়েছে। সকলের সহযোগিতার হাত বাড়ালে হয়তো সে বেঁচে যাবে। আপনারা সকলে রাকিবের জন্য দোয়া করবেন এবং সামর্থ্য অনুযায়ী সকলেই তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
বিকাশ :- 01312171953
নগদ:- 01307250964
রাকিব বর্তমানে টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে রংপুর কসির উদ্দীন মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ছেড়ে বাসায় আছেন ।
রাকিবের বাড়িঃ গোগড় বাজারের পাশে, রানীশংকৈল, ঠাকুরগাঁও রাকিবের বাবার নম্বর : 01773492847