
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
গত ০৫/১০/২০২৫খ্রিঃ তারিখ বেলা অনুমান ০১.৪০ ঘটিকায় অত্র মামলার বাদী মোঃ শাহরিয়ার নাফিজ(৩০) এর কর্মস্থল – কেশবপুর থানাধীন সাহাপাড়াস্থ “ব্রাক প্রজেক্ট” অফিসের গ্যারেজ হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদীর ব্যাবহৃত একটি FZ-V2 মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় মর্মে বাদীর এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার কেশবপুর থানার মামলা নং -১০(১১)২৫ রুজু হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ লাভলু হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মোঃ সবুজ (২৯)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কাকশিয়ালী এলাকা হতে সালাউদ্দিন গাজী(৩৮)কে গ্রেফতার করে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক পুনরায় শ্যামনগর থানার চিংড়াখালী গ্রামস্থ আবু বক্কর সিদ্দিক এর বসত বাড়ি হতে ঘটনায় বাদীর চুরি যাওয়া FZ V-2 মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী মোঃ সবুজ (২৯) এর বিরুদ্ধে ০৫(পাঁচ) টি এবং সালাউদ্দিন গাজী (৩৮) এর বিরুদ্ধে ০৩ (তিন) টি চুরি মামলা রয়েছে।
আসামিদেরকে ইং-০৯/১১/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ সবুজ শেখ(২৯)
পিতা- জহুরুল, মাতা-বেবি খাতুন
সাং-মাজাট ফুলতলা, থানা-শ্যামনগর,জেলা-সাতক্ষীরা।
২। সালাউদ্দিন গাজী(৩৮)
পিতা-মৃত আহসান গাজী @ হাসান গাজী, মাতা-মৃত ময়না বেগম
সাং-কাকশিয়ালী, থানা- কালিগঞ্জ,জেলা-সাতক্ষীরা।
উদ্ধারঃ
১। একটি FZ V2 মোটরসাইকেল।