মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
শিক্ষা মানুষকে আলোকিত করে,আলোকিত মানুষ তৈরিই
আমাদের অঙ্গীকার।সারা দেশের ন্যায় ১জানুয়ারী বই বিতরণ সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা মডেল মাদরাসায় উৎসবমূখর পরিবেশে বই বিতরণ উৎসব,অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আতোয়ার রহমান অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার। প্রধান অতিথি সহিদুজ্জামান সরকার চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ,সাইফুল ইসলাম সাবেক বিএনপি সভাপতি, আসাদুজ্জামান আমীর খালিশা চাপানী ইউনিয়ন শাখা, মোজাম্মেল হক সাবেক সাধারণ সম্পাদক বিএনপি, মাওলানা বাবুল হোসেন সেক্রেটারি জামায়াতে ইসলামী খালিশা চাপানী ইউনিয়ন শাখা সহ আরও অনেকে।উত্তর বঙ্গের তিস্তার কোল ঘেষে অবস্থিত যুগোপযোগী মানসম্মত শিক্ষায় এক ধাপ এগিয়ে ডালিয়া নতুন বাজারে অবস্থিত কাঙ্ক্ষিত ফলাফলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।এখানে নার্সারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত নৈতিক শিক্ষার আলোকে সাপ্তাহিক মাসিক সাম্মানিকল পরীক্ষার সমন্বয়ে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। সকল বিষয়ে শিক্ষার্থীদের আলোকিত করে গড়ে তোলা হয়। প্রতিষ্ঠানটি কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মন্ডলি ও দক্ষ ম্যানেজিং কমিটি দারা পরিচালিত। আয়োজনে আল মদিনা মডেল মাদ্রাসা ডালিয়া ডিমলা নীলফামারী।