
মোঃ মামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলা ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর পবিত্র জুমাবাদ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী জুমার খুৎবা প্রদান করেন মাওলানা আব্দুল মমিন শিহাবি। খুতবায় ইসলামের শিক্ষা, মুসলিম উম্মাহর ঐক্য, নৈতিকতা ও সমাজকল্যাণ প্রতিষ্ঠায় মসজিদের অবদান গভীরভাবে তুলে ধরেন। আব্দুল্লাহ শাহিন আমেরি।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন, নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআশিক ইমতিয়াজ মোর্শেদ মনি।
চেয়ারম্যান বলেন মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি শান্তি, শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নের কেন্দ্র। নতুন এই জামে মসজিদ এলাকাবাসীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।”এসময় আরও বক্তব্য দেন,অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট নুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক মুসুল্লি। ইতিপূর্বে মসজিদটি বালুচর ও কর্দমাক্ত ভেজা স্থানে একটি দুচালা টিনের ঘর দিয়ে এর ভিত্তি স্থাপন করা হয়। দীর্ঘ ২৩ বছরে ধীরে ধীরে উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে এখন এটি আধুনিক তিনতলা ফাউন্ডেশনের মনোরম স্থাপনা হিসেবে রূপ নিয়েছে। অতীতের সাধারণ টিনশেড মসজিদ আজ এলাকাবাসীর গর্বের প্রতীক। নতুন এই স্থাপনা কেবল ইবাদতের পরিবেশই উন্নত করেনি, বরং–স্থানীয়দের মিলনমেলা ও ঐক্যের কেন্দ্র হিসেবে কাজ করে।ধর্মীয় শিক্ষা ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,সামাজিক শৃঙ্খলা, শান্তি ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।উদ্বোধনের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় পরিবেশ জুড়ে আনন্দ ও কৃতজ্ঞতার ছোঁয়া দেখা গেছ