মোঃমামুন (ডিমলা)লফামারী প্রতিনিধি
গনতন্ত্র চর্চার ধারা অব্যাহত রেখে ২১মে নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ফাজিল মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানের তিনটি শাখায় ভোট গ্রহণ চলছে,তার মধ্যে,দাখিল শাখায় তিনজন প্রার্থী, মামুনর রশিদ, আনারস প্রতীক,আব্দুল ওহাব,বল প্রতীক ও শফিকুল ইসলাম মোরগ প্রতীক। আলিম শাখায়,দুই জন প্রার্থী,অহিদুল ইসলাম ও হাসানুর রহমান।যাচাই বাচাইয়ের মাধ্যমে হাসানুর রহমানকে বাতিল করা হয়।
ফাজিল শাখায় প্রার্থীর সংখ্যা দুই জন,হাফিজুর রহমান চেয়ার প্রতীক ও মামুনার রশিদ ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ভোটার সংখ্যা হলো ৪১৯ জন।
প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন একাডেমিক সুপার ভাইজার বোরহান উদ্দিন।
গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অফিসের নির্দেশনা মোতাবেক সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এসম প্রশাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিদ্নদি প্রার্থীকে পরাজিত করে ফাজিল শাখায় হাফিজুল ইসলাম, আলিম শাখায় অহিদুল ইসলাম ও দাখিল শাখায় মামুনার রশিদ বিজয় অর্জন করেন।
নির্বাচিত প্রার্থীদের নিয়ে বক্তব্য রাখেন মাওলানা কাজী হাবিবুর রহমান নায়েবে আমির জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা। আশাদুজ্জামান জামায়াতে ইসলামী আমীর খালিশা চাপানী ইউনিয়ন শাখা সহ আরও অনেকে।