মোঃমামুন ডিমলা(নীলফামারী) প্রতিনিধি
দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর উদ্ধার হলো নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী হাট কেন্দ্রীয় জামে মসজিদের জমি।
স্থানীয় মসজিদ জামায়াতবাসী সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ মসজিদের জমি রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী অবৈধভাবে বেদখল দিয়ে মূদি ব্যবসা করে আসছিল। মসজিদের জামায়াতবাসী ও স্থানীয় ভূমি সার্ভেয়ার, দোকান মালিক রফিকুল ইসলাম সহ সকলের উপস্থিতিতে দলিল মূলে সঠিকভাবে সীমানা নির্ধারণ করে জমি মসজিদের আওতায় আনা হয়।
এসময় উপস্থিতি বক্তব্য রাখেন জয়নাল আবেদীন সভাপতি চাপানী হাট কেন্দ্রীয় জামে মসজিদ। শাহিনুর রহমান সহকারী শিক্ষক ও্ সেক্রেটারি চাপানী হাট কেন্দ্রীয় জামে মসজিদ। রশিদুল ইসলাম সহ সেক্রেটারি অত্র মসজিদ।ময়নুল ইসলাম সদস্য,ইজারাদার ইউনুস আলী, আব্দুস সাত্তার, আবু বক্কর সিদ্দিক,নুর আলম ইউপি সদস্য, আব্দুল গাফ্ফার সহ আরও অনেকে।
মসজিদ কমিটি বলেন যেহেতু দীর্ঘদিন পর সঠিক সীমানা নির্ধারণ করে উভয়পক্ষের শালিসী বৈঠকের মাধ্যমে জায়গা মসজিদের আওতায় আনা হয়েছে ভবিষ্যতে যেনো কোন প্রকার বিশৃঙ্খলা নাঘটে সেজন্য সবার নেকদৃষ্টি কামনা করেন।