মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
প্রস্ফুটিত হও ফুলের সৌরভে প্রদীপ্ত হও ঞ্জানের গৌরবে। এই প্রতিপাদ্য সামনে রেখে ১৬অক্টোবর নীলফামারীর ডিমলা কামিল মাদরাসায় নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার অধ্যক্ষ ডিমলা কামিল মাদরাসা। প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামছুল আলম, ভাইস চ্যান্সেলর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা,বরেণ্য অতিথি নায়িরুজ্জামান জেলা প্রশাসক নীলফামারী,বিশেষ অতিথি জ্যােতি বিকাশ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নীলফামারী ও সভাপতি ডিমলা কামিল মাদরাসা, ইমরানুজ্জামান নির্বাহী অফিসার ডিমলা, ফজলে এলাহী অফিসার্স ইনচার্জ ডিমলা থানা সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
এসময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য অভিভাবক ও শিক্ষার্থীগন অংশ গ্রহন করেন। শিক্ষকের পক্ষে উপদেশমূলক বক্তব্য রাখেন আল ফালাক।
আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরনের মধ্য দিয়ে মেধাবীদের পুরুস্কৃত করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের মাদরাসার পক্ষে সম্মাননা ক্রেশ প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় কর্মপ্রেরনায় সুপরামর্শ দেন। প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটি ও অভিঅভিজ্ঞ শিক্ষক মন্ডলি দ্বারা পরিচালিত। কোলাহল মুক্ত ও মনোমুগ্ধকর পরিবেশে ডিমলা উপজেলার মধ্যে দ্বীনি শিক্ষার আলোকে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান।
সঞ্চালনায় আব্দুস সালাম প্রভাষক ডিমলা কামিল মাদরাসা।