মোঃমামুন (ডিমলা) নীলফামারী প্রতিনিধি
সরকারি উন্নয়নের পাশাপাশি এনজিও যে উন্নয়ন করতে পারে তারই ধারাবাহিকতায় ১২মে নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়নে পল্লীশ্রী সদস্যদের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন সহিদুজ্জামান সরকার চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ।দরিদ্র, অতিদরিদ্র, অসহায়, ছিন্নমূলক,পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে পল্লীশ্রীর আওতায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয়।
সেই দক্ষতা সম্পন্ন মহিলাদের বসত ভিটা উচুকরন,বৃক্ষ রোপণ,মুষ্ঠির চাল সংগ্রহ,করে আপদকালীন সহায়তা প্রদান, বস্তায় আদা ও সবজি চাষ,মা ব্যাংক সহ বিনামূল্যে ,গরু,ছাগল প্রদান করে উন্নত পদ্ধতিতে মাচা তৈরির মাধ্যমে ছাগল পালনের ব্যবস্থা করা হয়।চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার উন্নয়নের পাশাপাশি
নারী নির্যাতন, বাল্যবিবাহ,মাদক এর কুফল রোধ সহ আয় বৃদ্ধি মূলক কর্মসূচি দুর্যোগের পূর্ব প্রস্তুতি সম্পর্কে সচেতনতা মূলক ধারণা দেন।
এসময় উপস্থিত ছিলেন
মকিম চৌধুরী উপজেলা সমন্বয়কারী পল্লীশ্রী পরিবেশ প্রকল্প। নারায়ন চন্দ্র মহন্ত এ্যাডভোকেসি এসিস্টেন্ট। খাইরুল ইসলাম ফিল্ড ফ্যাসিলিটেটর সহ পল্লীশ্রীর উপকারভোগী সদস্যগন।