
মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে ক্ষেতের কাচা ধান কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন গোডাউন বাজার সংলগ্ন। সরেজমিনে গিয়ে দেখা যায় ধানের শীষ কেবল মাত্র বের হয়েছে ,ঐ অবস্থায় ক্ষেতের সম্পন্ন ধান কেটে কিছু নিয়ে যায় এবং ধানের কিছু অংশ ক্ষেতে ফেলে রেখে যান।উক্ত জমির বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
দেৈশ্যা মামুদের ছেলে মজিবর রহমান ডিমলা থানায় হাজির হয়ে, বিপিন চন্দ্র রায়ের ছেলে ফনি ভুসন,ললোনি মোহন,ভবেন্দ্র নাথ রায়, রবিন্দ্র নাথ রায়, উপেন্দ্র নাথ রায়, সুশিল চন্দ্র রায়,চন্দন বরমন রায়ের ছেলে জোগেন্দ্র নাথ রায়, নরেন্দ্র নাথ রায়ের ছেলে দীনেশচন্দ্র চন্দ্র রায়, প্রিয়নাথ রায়ের ছেলে চিত্তরঞ্জন রায়,জোেগেন্দ্র নাথের ছেলে পরেশ চন্দ্র রায়, ফনি ভুবনের ছেলে মহাদেব চন্দ্র ও আনন্দ চন্দ্র, ললোনি মোহনের ছেলে তপন কুমার ও স্বপন কুমার রায়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাদী পক্ষ মজিবর রহমান, বিজলি বেগম, সামিনুর রহমান, সাবিনা ইয়াসমিন, মমিনুর রহমান তদন্ত সাপেক্ষে অপরাধিদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এবিষয় ডিমলা থানা ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ফজলে এলাহী বলেন দুই পক্ষের সাথে কথা বলে মিমাংসার চেষ্টা চলছে।