মোঃমামুন ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
বাড়িয়ে দাও সাহায্যের হাৃত দারিদ্র্যতা মুক্তি পাক। এই। স্লোগান সামনে রেখে ২৭ আগষ্ট নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদে ৮৮৬ টি বন্যা কবলিত পরিবারের মাঝে ১০ কেজি খাদ্য শস্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মোঃএকরামুল হক চৌধুরী চেয়ারম্যান ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ। মোঃ রফিকুল ইসলাম ইউপি সচিব, মোঃজাহেদুল আলম,উপজেলা সমবায় অফিসার ডিমলা নীলফামারী।
বিতরণের সময় সকল ইউপি সদস্য মহিলা সদস্য এলাকার গন্যমান্য সহ গ্রাম পুলিশ গন উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান বলেন ডিমলা উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় ঝুনাগাছ চাপানী ইউনিয়ন হলো একটি নদী কবলিত এলাকা।বিশেষ করে এই ইউনিয়নের ছাতুনামা,ভেন্ডাবাড়ী ও দক্ষিণ সোনাখুলী এলাকায় নদীর ধারে বসবাসকারীরা প্রতি বছর ক্ষতি গ্রস্ত হয়।অনেকের বাড়ীঘর গবাদিপশু ও ফসলি জমি নিয়ে থাকে দুশ্চিন্তায়।ফলে মানবেতর জীবন যাপন করে হাজার হাজার মানুষ।বছরের পর বছর হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলীন হয়ে নিশ্বঃহয়ে পরেছে সাধারণ কৃষক।
বাস্তবায়নে, দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়।
আয়োজনে, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ ডিমলা নীলফামারী।