মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে ৬মে নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী গোডাউন বাজার উন্নয়ন ও ব্যবস্থাপনা শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘদিনের পরে থাকা অব্যাবস্থা সঠিকভাবে সীমানা নির্ধারণ করে বজার উন্নয়নে সরকারি ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহিদুজ্জামান সরকার চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। মঈনুল হক সাবেক চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। সাইফুল ইসলাম সভাপতি খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপি। জিয়ারুল ইসলাম জিয়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী। মাওলানা কাজী হাবিবুর রহমান নায়েবে আমির জামায়াতে ইসলামী উপজেলা শাখা ডিমলা।সামছুল হক হুদা সাবেক চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। বজলার রহমান অধ্যক্ষ ছোটখাতা কামিল মাস্টার্স মাদরাসা। হাবিবুর রহমান খালিশা চাপানী ৩নং ওয়ার্ড সভাপতি বিএনপি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নির্মাণ কাজ সম্পন্নের দ্বায়িত্বে রয়েছেন এলসি এস এর সদস্যগন।
চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার বলেন ডিমলা উপজেলার মধ্যে খালিশা চাপানী ইউনিয়ন হলো সুবিধা বঞ্চিত ও নদী কবলিত এলাকা।সরকারি ব্যবস্থাপনায় নেই কোন হাট বাজার। বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যেতে হয় অনেক দুরে।দীর্ঘদিন পর ছোট একটি বাজার উন্নয়ন অনুমোদনে নির্মাণ কাজে সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।
বাস্তবায়নে,প্রভাতি প্রকল্প ডিমলা নীলফামারী।