মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ২০২৫ - ২০২৬ চক্রের উপকারভোগীদের ৫ নভেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দরিদ্র ছিন্নমূল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩৮৫ টি পরিবারের মাঝে চাল বিতরণের শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রহমান মাসুদ ইউপি সদস্য ১নং ওয়ার্ড গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি জনাব মোঃ ইমরানুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার ডিমলা,বিশেষ অতিথি পূরবী রানী রায়,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডিমলা সহ সকল ইউপি সদস্য মহিলা সদস্য ও গ্রাম পুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এসময় ইউপি সদস্য আব্দুর রহমান মাসুদ বলেন আমি প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব পালন করার সময় প্রতিটি পরিবার সঠিকভাবে যাচাই বাছাই করে সরকারি সুবিধা বঞ্চিত পরিবারকে এই কার্ডের আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল উপকারভোগী্কে এই খাদ্যশশ্য হিসেবে চাল বিতরণ হবে। বিতরণের শুভ উদ্ভোদন কাজ সুন্দর সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আয়োজনে গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ডিমলা নীলফামারী।